তিনি যে জেল থেকে জীবন্ত বেরিয়ে আসতে পেরেছেন, তাতে নিজেই অবাক হচ্ছেন। কারামুক্তির পর এমনই মন্তব্য করলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবা। মুক্তির পরেই 'নির্মম ও নিষ্ঠুর' জেল জীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।
মাওবাদী যোগের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত সাইবাবা সহ ৬ জনকে মঙ্গলবার বেকসুর খালাস ঘোষণা করেছে বম্বে হাই কোর্ট। সাইবাবা জানিয়েছেন, তিনি জীবন্ত অবস্থায় জেলের বাইরে পা রাখতে পারবেন না, এমন হওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। সর্বক্ষণ হুইলচেয়ার ব্যবহার করতে হয় ৯০ শতাংশেরও বেশি শারীরিক প্রতিবন্ধী সাইবাবাকে। নিজে নিজে টয়লেটে যেতে বা স্নান করতেও পারতেন না তিনি।
সাইবাবা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা। সেই কারণেই আদালত তাঁকে মুক্তি দিয়েছে। কিন্তু তার আগে তাঁর জীবনের অতি মূল্যবান ১০টি বছর ধ্বংস করা হল।