গুরুগ্রামের বাসিন্দা আকৃতি ওয়ালিয়া। গুগলের ক্লাউড প্রোগ্রামিং ম্যানেজার হিসেবে ছিলেন কর্মরত। দিন কয়েক আগেই 'কর্মী ছাঁটাই'য়ের কোপে কাজ হারান তিনি। কিন্তু এত কিছু বুঝতে নারাজ তাঁর বছর পাঁচেকের মেয়ে। খুদের মুখে সর্বক্ষণ ঘুরছে একটাই প্রশ্ন, 'মা অফিস যাচ্ছে না কেন'।
Prabhat Roy: হাসপাতালে প্রভাত রায়, দেখতে এলেন 'লাঠি'র নায়ক ভিক্টর বন্দ্যোপাধ্যায়
যেভাবে তাঁকে ছাঁটাই করা হয়েছে তা একেবারেই অপ্রত্যাশিত এবং অপমানজনক বলে লিঙ্কডিনে জানিয়েছেন মহিলা। সম্প্রতি কাজের ৫ বছর পূর্ণ হয়েছিল তাঁর। ঠিক তার পরের দিনই ছাঁটাইয়ের মেল আসে তাঁর কাছে। মিটিং-য়ের প্রস্তুতি নিচ্ছিলেন সেদিন। কিন্তু হঠাৎই সব থমকে যায় তাঁর। মেয়েকে কী জবাব দেবেন সেই উত্তরই হাঁতড়ে বেড়াচ্ছেন আকৃতি।