মহারাষ্ট্রে (Maharashtra) পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন বিখ্যাত ব্যবসায়ী তথা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (Cyrus Mistry )। রবিবার মহারাষ্ট্রের পালঘরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর । টাটা (Tata) গ্রুপের ষষ্ঠতম চেয়াম্যান ছিলেন তিনি ।
জানা গিয়েছে, আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান (Cyrus Mitry Dies) । সেইসময় দুর্ঘটনাটি ঘটে । পালঘরের পুলিশ সুপার জানিয়েছেন, আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফেরার সময় দুপুর সওয়া ৩টে নাগাদ পালঘরের কাছে সূর্য নদীর সেতুর উপরে ডিভাইডারে ধাক্কা মারে সাইরাসের মার্সিডিজ গাড়ি । ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর গাড়িটি উল্টে যায় । মৃত্যু হয় সাইরাসের । জানা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক-সহ দু'জন । তাঁদের গুজরাটের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এটি একটি দুর্ঘটনা ।
২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে তাঁর বাবা পালোনজি মিস্ত্রি অবসরের পর সাইরাস টাটা বোর্ডে যোগ দেন । ছ’বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে রতন টাটা সরে যান । তার পরই সেই পদে আসেন সাইরাস। তিনি সাপুরজি পালোনজি গোষ্ঠীর প্রতিনিধি । টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে । ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান পদে ছিলেন সাইরাস । ওই বছরই তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে নটরাজন চন্দ্রশেখরনকে সেই দায়িত্ব দেয় টাটা সন্স বোর্ড ।