তিনি এলেন। খেলেন। এবং, জয়ও করলেন!
শুক্রবার তাঁর সহ-সাংসদদের রীতিমত চমকে দিয়েই সংসদের ক্যান্টিনে তাঁদের সঙ্গে বসে মধ্যাহ্নভোজ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মজা করে সাংসদদের তিনি এই কথাও বলেন, "আজ আপনাদের সবাইকে শাস্তি দেবো আমি! আসুন আমার সঙ্গে"!
ভাত, ডাল, খিচুড়ি, ও তিলের লাড্ডু দিয়ে সাজানো হয়েছিল নিরামিষ পদের সেই মধ্যাহ্নভোজ।
তাঁর সঙ্গে এক টেবিলে বসে মধ্যাহ্নভোজ সারেন টিডিপির রামমোহন নাইড়ু, বিএসপির রীতেশ পান্ডে, বিজেপির জামইয়াং নামগিয়াল, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেডির সস্মিত পাত্র, বিজেপির মহারাষ্ট্রের সাংসদ হীনা গাভিট প্রমুখ।
৪৫ মিনিটের মধ্যাহ্নভোজনের সময়টিতে নানা বিষয়ে আলোচনা হয় বলেও জানা গিয়েছে। যদিও, সকলেই বেশ খোশমেজাজেই ছিলেন। প্রধানমন্ত্রীও জানান তাঁর ব্যস্ত শেডিউলের কথা। কখন তিনি ঘুম থেকে ওঠেন, কীভাবেই বা এত ব্যস্ত শেডিউলকে নিয়ন্ত্রণ করেন তিনি, সেইসবও জানতে চান টেবিলে বসা অন্যান্য সাংসদরা।
পুরো বিষয়টি নিয়েই খুশির রেশ ছিল সাংসদদের মনে। এক সংসদ জানান, "খুব ভাললাগল প্রধানমন্ত্রীর এই আন্তরিক ব্যবহার। মনে রাখার মত মুহুর্তই বটে"।
অন্য এক সাংসদ বলেন, "মনেই হচ্ছিল না যে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আছি মধ্যাহ্নভোজের টেবিলে"!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মধ্যাহ্নভোজে আবু ধাবির মন্দিরের বিষয়েও আলোচনা করেন সাংসদদের সঙ্গে।
২০১৮ সালে ওই মন্দিরটির শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী স্বয়ং। আবু ধাবির মাটিতে তৈরি হওয়া প্রথম মন্দির।