আজ শুরু সংসদে বাজেট অধিবেশন। আগামী বছর লোকসভা ভোটের আগে বুধবার মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে মঙ্গলবার সংসদে পেশ করবেন ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট। রাজনৈতিক মহলের মতে, ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই যে বাজেট হবে তা কার্যত একপ্রকার নিশ্চিত৷
মধ্যবিত্তের মুখ চেয়েই বাজেট তৈরি হয়েছে এ আশা করাই যায়। অনেক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। একাধিক পণ্যে বাড়তে পারে শুল্ক। প্রাইভেট ডেট, হেলিকপ্টার, উচ্চমানের ইলেকট্রনিক সামগ্রী, প্লাস্টিকের সরঞ্জাম,গয়না, হাই গ্লস পেপার, ভিটামিন হতে পারে দামি। কর ছাড়ের ক্ষেত্রেও উর্ধ্বসীনা বাড়ানো হতে পারে।