Orcha : খাজুরাহো-গোয়ালিওরের মাঝে 'দুয়োরানী' ওরছা, মুঘল-বুন্দেলা ইতিহাসে ঘেরা এই দুর্গেই মঞ্জুলিকার 'বাস'

Updated : Nov 14, 2024 10:53
|
Editorji News Desk

উঁচু একটা দুর্গ। যেখানে পৌঁছলেই গা কেমন ছমছম করে ওঠে। কারণ ওখানেই ছিল মঞ্জুলিকার ভূত। এমনটাই হয়ত আপনাকে গাইডের মুখ থেকে শুনতে হতেই পারে মধ্যপ্রদেশ ঘুরতে গিয়ে। কারণ আজ আমরা হদিশ দেবো সে রাজ্যের বিখ্যাত একটি দুর্গের। যেখানে শুটিং হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত 'ভুলভুলাইয়া ৩' ছবির শুটিং।

মধ্যপ্রদেশের নিওয়ারি জেলার নিওয়ারি শহর। যে শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে বেতয়া নদী। আর এই নদীর পাড়েই রয়েছে মুঘল- বুন্দেলা ইতিহাসের যুগ। যা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে ইতিহাসের পাঠ্য বইয়ের বেশ কয়েকটি অধ্যায়। এই নদীর তীরেই দাঁড়িয়ে রয়েছে বিশাল দুর্গ। এই দুর্গের অজানা কাহিনী শুনে নেব আজ। 

মধ্যপ্রদেশের খাজুরাহো এবং গোয়ালিওয়ের মাঝেই রয়েছে ওরছা। কিন্তু টুরিস্টদের কাছে খুব বিশেষ পরিচিত নয় এই দর্শনীয় স্থানটি। কারণ পর্যটকরা সাধারণত খাজুরাহো হয়ে সরাসরি গোয়ালিওর চলে যান। ফলে অজানাই রয়ে যায় 'দুয়োরানী' ওরছা-র ইতিহাস। 

এই শহরের বেতোয়ারের তীরেই ছিল বুন্দেলাদের রাজধানী ওরছা। সে শহরে আজ আর বুন্দেলারা নেই। কিন্তু রয়ে গিয়েছে তাঁদের প্রসাদসম দুর্গ। যা জানান দিচ্ছে তাঁদের ইতিহাস। জানা যায়, শহরটি প্রতিষ্ঠা করেন বুন্দেলা রাজা রুদ্রপ্রতাপ। ষোড়শ এবং সপ্তদশ খ্রিস্টাব্দের মাঝে এই ওরছা ছিল বুন্দেলা রাজাদের বাসস্থান।  

কেন এই জায়গার নাম ওরছা? 

শোনা যায়, রাজা যখন ওই এলাকার নামকরণ নিয়ে ভাবছিলেন, তখনই এক পারিষদ এই নামের পরামর্শ দেন। যে এলাকার 'না কোই ওর না কোই ছোর' অর্থাৎ যে এলাকার শুরুও নেই আবার শেষও নেই, সেই জায়গার নাম হোক 'ওরছা'। 

ওরছায় জঙ্গল-নদীর পাশাপাশি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই বিখ্যাত দুর্গটি। যার মধ্যে রয়েছে একাধিক মহল, মন্দির। দুর্গের প্রবেশদ্বারে রয়েছে লোহার মোটা কাঁটা। যাতে বিদেশি শত্রুরা দুর্গের দরজা ভেঙে সহজেই প্রবেশ করতে না পারে। এই দুর্গের বিখ্যাত মহলগুলির মধ্যে রয়েছে রাজা মহল, জাহাঙ্গির মহল, শিস মহল, বাগিচা, মন্দির।

রাজ মহল 

মূলত রাজাদের থাকার জন্য এই মহল তৈরি করা হয়েছিল। সেই কারণেই এই মহলের নাম দেওয়া হয়েছিল রাজ মহল। এই মহলে রাজ দরবারও রয়েছে। দেবদেবী, পশুপাখি সহ বিভিন্ন নকশা করা রয়েছে মহলের দেওয়াল এবং ছাদে। আর এই মহলেরই আবার চারটি ভাগ রয়েছে। একটি আমজনতার জন্য, একটি রানিদের মহল। এই মহল রানিদের জন্য বিশেষ ভাবে সজ্জিত। কাচের কাজ করা রয়েছে এই অংশে। এছাড়াও এখানে রয়েছে রামরাজা মন্দির। 

শোনা যায়, রানি স্বপ্নাদেশ পেয়ে মহলের ভেতরেই মন্দির নির্মাণ করিয়েছিলেন। এই মদিরের পূজিত দেবতা রাম। এখানে রাম রাজা হিসেবে পূজিত হন। রাজার বাহিনী হিসেবে দুর্গের এই অংশে পুলিশ মোতায়েন করা থাকে। এই দুর্গে একটি চতুর্ভুজ মন্দির রয়েছে। এই মন্দিরে বিষ্ণুর আরাধনা করা হয়। পাঁচটি শিখর রয়েছে এই মন্দিরে। 

জাহাঙ্গির মহল

এই মহলে গেলেই আপনি খুঁজে পাবেন ভুলভুলাইয়া-৩ ছবির চেনা দৃশ্য। কারণ এই মহলেই ছবিটির শুটিং শয়েছে। চারতলা এই জাহাঙ্গির মহল মোঘল আর রাজপুত স্থ্যাপত্যের মিশ্রণ। এই মহলের চারপাশে অজস্র দরজা। আর মাঝে বিস্তর বড় প্রাঙ্গণ। এই মহলের একটি অংশ সংগ্রহশালা। 

শিস মহল

পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এই মহল। কারণ রাজা উদয়িত সিংয়ের নির্মিত এই মহল এখন বিলাসবহুল হোটেল। কাচের কারুকার্য দিয়ে মোড়া এই হোটেলের রূপ নজরকাড়া। 

ফুল বাগ

ওরছার পাশ দিয়ে বয়ে যাওয়া বেতোয়া নদীর তীরে রয়েছে ফুল বাগ। প্রবল গরম থেকে স্বস্তি পেতে আটটি স্তম্ভের 'প্যালেস প্যাভিলিয়ান', ফোয়ারা তৈরি করা হয়েছিল ফুল বাগে। যা এখনও সুসজ্জিত। 

দুর্গে প্রবেশমূল্য 

এই দুর্গে ভারতীয়দের প্রবেশমূল্য ১০ টাকা। 

কোন সময় ঘুরতে যাবেন? 

ওরছা ঘোরার সব থেকে ভাল সময় নভেম্বর। কারণ এই সময় বর্ষায় বেতোয়ার রূপ আরও সুন্দর হয়।

কী ভাবে যাবেন? 

ওরছার সবচেয়ে কাছের রেল স্টেশন ঝাঁসি। ঝাঁসিতে নেমে মাত্র ২০ কিলোমিটার দূরেই এই ওরছা। বাসে করেই পৌঁছে যেতে পারবেন। ক্যাবও পাওয়া যাবে। আর ওরছার সবচেয়ে কাছের বিমানবন্দর খাজুরাহো। কিন্তু গোয়ালিয়ার বিমানবন্দর থেকে যাওয়া সুবিধা। দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।

শুধুমাত্র 'ভুলভুলাইয়া-৩'-র শুটিং নয়। এই ওরছার সঙ্গে যোগ রয়েছে টলিপাড়ারও। অভিনেতা দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' সিনেমার শুটিংও হয়েছে এই ওরছাতেই। 

Madhya Pradesh

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন