স্মার্ট ফোনের মতই সোশ্যাল মিডিয়াও (Social media) এখন জনজীবনের অঙ্গ। তার মধ্যে ফেসবুক (Facebook) ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি। এই ফেসবুকের 'লাইভ' অপশনটিকে বহু ইউজারই তাঁদের আয়ের একটি মাধ্যম হিসাবে ব্যবহার করে এসেছেন এতগুলো বছর ধরে। এবার সেখানেই কোপ পড়তে চলেছে। ফেসবুকের (Facebook) তরফে জানানো হল, এবার থেকে আর ফেসবুকে পাওয়া যাবে না লাইভ শপিং পরিষেবা (Live shopping)। আগামী ১ অক্টোবর থেকেই ফেসবুক লাইভে (Facebook live) পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। মেটা (Meta) সংস্থা, যার অধীনে রয়েছে ফেসবুক, তাদের তরফেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সম্প্রতিই ফেসবুক (Facebook) তাদের বিজনেস হেল্প পেজে (Business help page) এই তথ্য জানিয়েছে। ফেসবুকের (Facebook) তরফে করা পোস্টে বলা হয়েছে, “২০২২ সালের ১ অক্টোবর থেকে ফেসবুকে আর কোনও লাইভ শপিং ইভেন্ট পোস্ট করা যাবে না”।
আরও পড়ুন: হাতিয়ার অসুস্থতা, সিবিআইয়ের হুঁশিয়ারি এড়াতে ১৪ দিন সময় চাইলেন অনুব্রত
জানা গিয়েছে, ফেসবুক ও ইন্সটাগ্রামের (Instagram) রিল ভিডিয়োর (Reel video) উপরে বিশেষ জোর দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক নিজস্ব পোস্টেও সেই ব্যাখ্যা দিতে জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের ধৈর্য্যের মেয়াদ ধীরে ধীরে আরও কমছে। তাই বড় লাইভ ছেড়ে রিলের দিকে জোর দেওয়াতেই বেশি উৎসাহী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
জানা গিয়েছে, ১ অক্টোবরের পর থেকে ফেসবুক (Facebook) ব্যবহারকারীরা ফেসবুক লাইভে আসতে পারলেও, সেখানে কোনও পণ্য সংক্রান্ত প্লে-লিস্ট তৈরি বা কোনও পণ্য ট্যাগ করতে পারবেন না। তার বদলে রিল ভিডিয়োয় ব্যবহারকারীরা কোনও পণ্য ট্যাগ করতে পারবেন।