প্রজাতন্ত্র দিবসের(Republic Day) দিন রাজধানী দিল্লির(Delhi) পথে নিগৃহীত হয়েছিলেন এক তরুণী। তাঁর মাথা মুড়িয়ে, মুখে কালি মাখিয়ে প্যারেড করিয়েছিলেন কয়েকজন মহিলা, ছিলেন বেশ কিছু পুরুষও।
সেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন দিল্লির(Delhi) নিগৃহীতা। তবে শারীরিক জখম সেরে উঠলেও মনের ক্ষত এখনও দগদগে। দিল্লির মহিলা কমিশনের(Delhi Women's Commission) প্রধান ওই ভিডিওটি নেট মাধ্যমে দেন। তোলপাড় শুরু হয় দেশে। ভিডিওটির প্রেক্ষিতেই এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন এক মহিলাসহ ১২ জন।
এবার সে বিষয়ে মুখ খুললেন তরুণীর পক্ষাঘাতগ্রস্ত পিতা। তিনি জানান, "সুবিচারের আশা করি না। শুধু মেয়ে বাড়ি ফিরুক। কোনও নারী, কোনও কন্যাকে যেন এমন দিন দেখতে না হয়।" নিগৃহীতা এখনও ভর্তি রয়েছেন হাসপাতালে(Hospital)। তাঁর দিদি আপাতত তাঁকে দেখাশোনা করছেন।
আরও পড়ুন- India Covid Update : দেশে দৈনিক সংক্রমণ ২ লাখের নীচে, হাজার পার করল মৃতের সংখ্যা
পুলিশ সূত্রে খবর, দিল্লির(Delhi) শাহদরা এলাকায় ১৪ বছরের এক নাবালকের প্রেম নিবেদন করা নিয়ে ঘটনার সূত্রপাত। কিন্তু তরুণী তাকে ফিরিয়ে দেওয়ায় সে আত্মহত্যা করে। এরপরই নাবালকের আত্মহত্যার জন্য এই তরুণীকে দায়ী করে অপহরণ করে মৃতের পরিজনরা। পুলিশের(Police) প্রাথমিক তদন্তে অনুমান, এরপরই চলে গণধর্ষণ(Gang Rape)। শেষে মুখে কালি মাখিয়ে মাথা মুড়িয়ে প্রকাশ্যে ঘোষণা হয় দিল্লির(Delhi) রাস্তায়। পাশাপাশি, বেধড়ক মারধর করা হয় ওই তরুণীকে।
এই ঘটনার পরই তরুণীর বাড়িতে রাজনৈতিক নেতাদের আনাগোনা হঠাৎ বেড়ে গেছে। দেখা করে গেছেন বিজেপি(BJP) সাংসদ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। ঘুরে গেছেন কংগ্রেস(Congress) নেতা অনিল চৌধুরীও(Anil Chowdhury)। কিন্তু এতে বিরক্ত তরুণীর পরিবারের দাবি, "সেদিন যদি মানুষ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আজ সাহায্যের দরকার হত না।"