বাবা পেশায় মালি, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ছেলের মোবাইল ফোন (Mobile Phone) খারাপ হতেও সারানোর ব্যবস্থা করেননি বাবা। আর তাতেই অভিমানে হতাশায় আত্মঘাতী (Suicide) হয় উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ১৫ বছরের কিশোর। বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ৷ দীর্ঘদিন মোবাইল খারাপ, গেম খেলতে পারছিল না কিশোর। এদিকে তাঁর গেমে ছিল আসক্তি। পুলিশের প্রাথমিক অনুমান হতাশা থেকেই এই কাজ করেছে সে।
BBC IT Survey : 'সমীক্ষা'-র দ্বিতীয় দিনে কর্মীদের ই-মেইল বিবিসির, আয়কর কর্তাদের সহযোগিতার নির্দেশ
পুলিশ সূত্রে খবর, একটি ওড়না দিয়ে গলায় দড়ি দিয়েছে কিশোরটি। পরিবারের সদস্যরাই তাকে ঝুলন্ত অবস্থায় দেখে, নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।