দীপাবলির আগে চওড়া হচ্ছে রেলকর্মীদের মুখে হাসির। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে উৎসবের মরশুমে ৭৮ দিনের বোনাস ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সরকারের এই ঘোষণা উপকৃত হবে রেলে কর্মরত ১১ লক্ষ ২৭ হাজার নন-গেজেটেড কর্মী। এরজন্য সরকারের খরচ ১৮৩১.০৯ কোটি টাকা। কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন, এই ৭৮ দিনের বোনাস শ্রমমূল্যের সমপরিমাণ। যদিও এই বোনাসের আওতা থেকে বাদ আরপিএফ এবং আরপিএসএফ। পিএলবি অর্থাৎ প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাডে একজন কর্মী প্রায় ১৮ হাজার টাকা পেতে পারেন বলেই সরকারি সূত্রে দাবি।
পিএলবির ক্ষেত্রে প্রতিমাসে সাত হাজার টাকা আলাদা করে সরিয়ে রাখা হয়। কারণ রেলকর্মীরা যাত্রী ও পণ্য় পরিবহণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রেলমন্ত্রকের দাবি, যা ভারতীয় অর্থনীতিতে অনুঘটকের কাজের মতো।
রেলের বোনাস ঘোষণার পাশাপাশি এদিন মন্ত্রিসভার বৈঠকে তেল কোম্পানিগুলিকে এককালীন ২২ হাজার কোটি টাকার অনুদানের কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।