এবার দিল্লির একাধিক হাসপাতালে হুমকি ফোন। ফোন করে জানানো হয়, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বিভিন্ন হাসপাতাল। আর এই হুমকি পাওয়ার পর ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে রাজধানীতে। এর আগেই দিল্লি এবং NCR এর প্রায় ১০০ টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল।
দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির চারটি হাসপাতালে হুমকি দিয়ে ফোন আসে। সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান,পুরো বিষয়টি ভুয়ো হতে পারে। তবে হাসপাতালগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কোন কোন হাসপাতালে বোমাতঙ্ক?
মঙ্গলবার সকালে দীপচাঁদ বন্ধু হাসপাতাল, দাদা দেব হাসপাতাল, হেডগাওয়ার হাসপাতাল এবং গুরু তেগ বাহাদুর হাসপাতালে হুমকি ফোন করা হয়। এই ঘটনার জেরে ইতিমধ্যে দিল্লিতে হুলুস্থুল পড়ে গিয়েছে।
তবে এখনই প্রথম নয়, এর আগেও গত ১২ মে দিল্লির বিমানবন্দরে হুমকি মেইল পাঠানো হয়। জানানো হয়েছিল, বিমানবন্দরে বোমা রাখা আছে।