দীর্ঘ প্রায় আড়াই বছর করোনাভাইরাসের সঙ্গে একরকম ঘর-ই করছে সারা বিশ্ব। এখন জুটেছে নতুন দোসর, মাঙ্কিপক্স ভাইরাস। ভারতে প্রথম মাঙ্কিপক্সে (Monkey Pox) আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে কেরলে। তারপরই রীতিমতো নড়েচরে বসেছে দক্ষিণ ভারত। মাঙ্কি পক্সের ক্ষেত্রে কী ক
ইংল্যান্ডে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছিল। বাঁদরের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় রোগটি। সেখান থেকেই এমন নামকরণ।
স্মলপক্সের (smallpox) মতোই উপসর্গ কিন্তু ভয়াবহতা তুলনায় কম। জ্বর, মাথাব্যথা, পেশির ব্যথা, পিঠে ব্যথা, ক্লান্তি, কাঁপুনি মোটামুটি এমন উপসর্গই দেখা যায় মাঙ্কিপক্সের ক্ষেত্রে।
চিকিৎসকদের মতে, সংক্রমিত প্রাণীর ক্ষত, কামড়, লালা থেকে মানুষ আক্রান্ত হতে পারে এতে। সংক্রমিত কোনও প্রাণীর মাংস ঠিক করে সময় নিয়ে রান্না না করা হলেও, তা থেকে ছড়াতে পারে এই অসুখ। এছাড়া সংক্রমিত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে ছড়াতে পারে এই ভাইরাস।
Mahua moitra:আইওয়াশ-এর বিকল্প ‘অমৃতকাল’, অসংসদীয় শব্দের তালিকা নিয়ে টুইটে ফের কটাক্ষ মহুয়ার
আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (Centre for disease control) তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সংক্রমণ রুখতে মাঙ্কিপক্সে আক্রান্তদের যৌনমিলনে (Sexual intercourse) বিরত থাকা দরকার। আক্রান্তের সংস্পর্শে আসলে তারপরই নিজেকে ভালো করে পরিষ্কার করা দরকার।
বিশেষজ্ঞদের আশঙ্কা, যে হারে এটি ছড়াচ্ছে, তাতে এর মিউটেশন হতে পারে। ভবিষ্যতে এই সংক্রমণে মৃত্যুর হার বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চিকিৎসকরা বলছেন ২ সপ্তাহের মধ্যে সেরে যায় মাঙ্কিপক্স। এটি নিজে থেকেই সেরে ওঠে বেশিরভাগ কেসে। তবে প্রয়োজনে ওষুধের দরকার পড়ে।