বিয়েবাড়িতে রসগোল্লা কম পড়েছে। সেই নিয়ে বচসা, হাতাহাতির জেরে আহত ছ'জন। উত্তরপ্রদেশের ঘটনা।
উত্তরপ্রদেশের সামশাবাদের ব্রিজবান কুশওয়াহার বাড়িতে বসেছিল বিয়ের আসর। বেশ উদযাপনের আমেজ ছিল রবিবার দিনভর। গোল বাঁধল মাঝরাতে। রসগোল্লা শেষ হয়ে গেছে, এমন এক মন্তব্য করেন কেউ। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বিয়েবাড়িতে আসা অতিথিদের মধ্যে হাতাহাতি মারামারির জেরে ৬ জন আহত হন।
ঘটনায় আহত ৬ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা এখন শঙ্কামুক্ত। গোটা ঘটোনায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে সামশাবাদ থানার এসএইচও অনিল শর্মা।
গত বছর এতমাদপুরের বিয়েবাড়িতে মিষ্টি কম পড়ায় তুমুল বচসা-মারামারির জেরে একজনের মৃত্যু হয়েছিল।