বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে প্রেম করছিলেন প্রযোজক স্বামী । কিন্তু, সম্প্রতি, গাড়িতে প্রেমিকার সঙ্গে তাঁকে দেখে ফেলেন তাঁর স্ত্রী । আর হাতে নাতে ধরা পড়তেই, স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পশ্চিম অন্ধেরির ঘটনা ।
অভিযুক্তের নাম কমলকিশোর মিশ্র । পেশায় চলচ্চিত্র পরিচালক । সম্প্রতি, পশ্চিম আন্ধেরি বাসিক ভবনের পার্কিং এলাকায় গাড়িতে বসে অন্য এক মহিলার সঙ্গে 'প্রেম'করছিলেন । সেই সময় স্বামীকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছন তাঁর স্ত্রী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িতে কমলকিশোরকে অন্য এক মহিলার সঙ্গে দেখে গাড়ির দরজা ধরে টানাটানিও শুরু করেন তাঁর স্ত্রী । এরপর স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয় । এরপরই সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্ত্রীকে গাড়ি চালিয়ে ধাক্কা মেরে সামনে ফেলে দেন কমলকিশোর । এরপর তাঁর উপর দিয়ে গাড়ি চালিয়ে তাঁকে পিষে ফেলার চেষ্টা করেন ।
অভিযুক্তের স্ত্রী গুরুতর আহত হন । পুলিশ জানিয়েছে, তাঁর হাত-পা ও মাথায় চোট লেগেছে । গোটা ঘটনাটি ঘটে ১৯ অক্টোবর । মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । সম্প্রতি পুলিশের হাতে সিসিটিভি ফুটেজটি এসেছে । কমলকিশোরের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ ।