১ ফেব্রুয়ারি সংসদে ষষ্ঠ কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । লোকসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেট । তবে, অর্থমন্ত্রী হিসেবে এই প্রথম সংক্ষিপ্ততম বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন । মাত্র ৫৬ মিনিটেই শেষ হয়ে গেল এবারের বাজেট । অথচ, ২০২০ সালে অর্থমন্ত্রী হিসেবে দীর্ঘতম বাজেট ভাষণের রেকর্ড রয়েছে তাঁর ।
বৃহস্পতিবার ১১টায় শুরু হয় বাজেট ভাষণ । ১১টা ৫৬ মিনিটেই তা শেষ হয়ে যায় । উল্লেখ্য, ২০১৯ সালে জুলাই মাসে প্রথমবার বাজেট পেশ করেছিলেন নির্মলা । তখন তাঁর সময়সীমা ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট । ২০২০ সালে ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন, যা ছিল দীর্ঘতম । এরপর থেকে সময়ের ব্যবধান কমেছে । ২০২১ সালে ১ ঘণ্টা ৫০ মিনিট, ২০২২ সালে বাজেট পেশের সময় ছিল ১ ঘণ্টা ৩২ মিনিট । আর ২০২৩ সালে ১ ঘণ্টা ২৭ মিনিটেই শেষ হয় বাজেট ভাষণ । এবার তা আরও কমে দাঁড়ায় ৫৬ মিনিটে।
এদিন, নীল রঙের এমব্রয়ডারি করা কাঁথা সিল্ক শাড়ি পরেছিলেন নির্মলা সীতারমন । পরপর ৫টি পূর্ণাঙ্গ বাজেট, আর একটি অন্তর্বর্তী বাজেট পেশ করলেন তিনি । যদিও এই বাজেটে কোনও বড় ঘোষণা করেননি। এবিষয়ে আগেই আভাস পাওয়া গিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে। এই বাজেটে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির রূপরেখা তৈরির ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।