বাজেট পেশ করার জন্য সংসদ ভবনে পৌঁছে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সকাল ১১টার সময় সংসদে বাজেট (Budget 2023) পেশ করা হবে। বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর সঙ্গে দুই অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাড এবং পঙ্কজ চৌধুরী ও অর্থমন্ত্রকের আধিকারিকরাও রাষ্ট্রপতি ভবনে যান। উল্লেখ্য, বাজেট (Budget 2023) পেশ করার আগে অর্থমন্ত্রীর রাষ্ট্রপতি ভবনে যাওয়ার এই রীতি প্রতি বছরই পালন করা হয়।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগে আজই শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ, কী চমক থাকছে সাধারণ মানুষের জন্য?
২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রের শাসক দল (BJP) বিজেপি। তার আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন নির্মলা অর্থমন্ত্রী সীতারামন।
সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেদিনই লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস, আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।