হাতে বাজেটের লাল বহিখাতা । পরনে ঐতিহ্যবাহী লাল টুকটুকে দক্ষিণী সিল্কের শাড়ি । মন্দির ডিজাইনের কালো পাড়, ভিতরে হাতের কাজ শাড়িটিকে এক অন্য মাত্রা দিয়েছে । এবছর পঞ্চম বাজেটের দিন এই বিশেষ শাড়িতে নজর কাড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । গলায় ছিল সরু চেন, কানে ছোট দুল । প্রতিবারের মতো ছিমছাম সাজেই দেখা গেল অর্থমন্ত্রীকে ।
ভারতের সংস্কৃতির প্রতি সীতারমণের ভালবাসা সর্বজনবিদিত । সাধারণত শাড়িতেই দেখা যায় তাঁকে । তবে, বাজেটের দিন তাঁর শাড়িতে থাকে বিশেষ বৈশিষ্ট্য । এই বিশেষ দিনের জন্যই আলাদাভাবে তৈরি করা হয় শাড়িটি । তাই প্রতিবারই নজর থাকে নির্মলার শাড়িতে । গত বছরের বাজেটের দিনগুলিতে কখনও বাদামি রঙের শাড়ি কিংবা হলুদ কাঞ্জিভরম অথবা পোচমপল্লির শাড়ি পরেছেন । ভারতের বিভিন্ন প্রান্তের ঐতিহ্য তাঁর শাড়িতে ফুটে উঠেছে । এবারও তার অন্যথা হয়নি ।
সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেদিনই লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস, আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।