একবার নয়। পরপর ৬ বার বিশ্বের 'সুখীতম দেশ'-এর শিরোপা জিতেছে ফিনল্যান্ড। রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে ষষ্ঠবার এই সম্মান পাওয়ার পরে ফিনল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে, পর্যটকদের ওই দেশে বিনা খরচে ঘোরার সুযোগ দেওয়া হবে! যাতে তাঁরা কিছুটা সময় ফিনিশদের সঙ্গে কাটিয়ে বুঝতে পারেন, কীভাবে সবসময়ই অতি আনন্দে থাকা যায়।
আগামী ১২-১৫ জুন 'ফাইন্ডিং ইওর ইনার ফিন' নামে চারদিনের একটি উদ্যোগে অংশ নেওয়ার জন্য ১০ জন মানুষকে আহ্বান জানাও হচ্ছে। আনন্দে তাকার প্রক্রিয়াগুলি নিয়ে রীতিমতো ক্লাস হবে ফিনল্যান্ডের লেক ডিস্ট্রিক্টের কুরু রিসর্টে। যেখানে প্রাইভেট ভিলার সঙ্গেই থাকবে আমোদের অন্যান্য অফুরন্ত আয়োজন। সঙ্গে থাকবে দারুণ সুখাদ্য এবং সঙ্গীত। এই ১০ জনের মধ্যে থাকতে পারেন আপনিও। কীভাবে জানেন?
ভিজিট ফিনল্যান্ড ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। তারপর ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করে জানাতে হবে কেন আপনি এই উদ্যোগে অংশ নিতে আগ্রহী। সেই চ্যালেঞ্জ গ্রহণ করার ভিডিয়োটি পোস্ট করতে হবে #FindYourInnerFinn এবং #VisitFinland দিয়ে। আপনার পোস্টটি যদি প্রথম দশের মধ্যে বিবেচিত হয়, তাহলেই তুমুল আনন্দের মহাভূমিতে আপনি স্বাগত!