রাত দেড়টার পরেও চলছিল হইহুল্লোড়। যেখানে রাত ১ টার মধ্যে পানশালা বন্ধ করে দেওয়ার কথা। এই নিয়ম ভাঙার জেরে বিপাকে কিং কোহলির পানশালা। ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ এফআইআর দায়ের করেছে।
বেঙ্গালুরুর এমজি রোডে বিরাটের রেস্তোরা 'ওয়ান এইট কমিউন' রয়েছে। বেঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়েছে, বিরাটের পানশালা রাত দেড়টার পরেও খোলা থাকতে দেখা গিয়েছে। আর সেখানে জোরে গান বাজানোর অভিযোগও উঠেছে।
তবে শুধু বিরাটের রেস্তোরাঁ নয়। জানানো হয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়াম সংলগ্ন এই এলাকার আরও অনেক পানশালার বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।