শনিবার মহারাষ্ট্রের (Maharashtra) নন্দুরবার স্টেশনের কাছে গান্ধীধাম-পুরী (Gandhidham-Puri) এক্সপ্রেস ট্রেনে আগুন (Fire) । বেলা সাড়ে দশটা নাগাদ আগুন লাগে । ট্রেনটির প্যান্ট্রি কারে (Pantry Car) আগুন লাগে বলে জানা গিয়েছে । প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । হতাহতের কোনও খবর নেই ।
রেলমন্ত্রকের(Railway Ministry) তরফে জানানো হয়েছে, শনিবার সকালে গান্ধীধাম-পুরী এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন লাগে । সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয় । ২২ বগির ট্রেনে ১৩তম কোচ ছিল ট্রেনের প্যান্ট্রি কারটি । ট্রেন থেকে প্যান্ট্রি কারকে আলাদা করা হয় বলে খবর ।
আরও পড়ুন, Fire at Burdwan Medical College: শনিবার ভোরের অগ্নিকাণ্ডে বর্ধমান মেডিকেল কলেজে মৃত এক করোনা রোগী
রেলওয়ের তরফে জানানো হয়েছে, একটি মেডিক্যাল টিম এবং অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যান । যদিও, ঘটনায় কোনও যাত্রী আহত হননি । সঠিক সময়ে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় । তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ।