উজ্জ্বয়নের মহাকাল মন্দিরে আগুন । দোলের দিন বড় দুর্ঘটনা । আগুনে পুড়ে গুরুতর আহত কমপক্ষে ১৩ জন । তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে খবর ।
জানা গিয়েছে, দোল পূর্ণিমার সকালে মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ই উপর থেকে আবির ঢালতে শুরু করেন কয়েকজন । আর তার ফলেই আগুন লেগে যায় । অন্যদিকে, মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরোহিতরা যখন একে অপরকে আবির দিচ্ছিলেন, সেই সময় আরতির থালায় জ্বলন্ত কর্পূরের ওপর পড়ে আবির। তার থেকেই আগুন লাগে ।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন তাঁরা । স্থানীয় জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ।