ফের ট্রেনের(Train) কামরায় আগুন(Fire)। চোখের সামনে দাউ দাউ করে জ্বলছে ট্রেনের(Train) কামরা। শনিবার বিহারের(Bihar) মধুবনী স্টেশনে দাঁড়িয়ে থাকা স্বতন্ত্র সেনানি সুপারফাস্ট এক্সপ্রেসের খালি কামরায় আগুন(Fire) লাগে।
জানা গেছে, শনিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ ট্রেনের(Express Train) কামরায় আচমকাই আগুন(Fire) ধরে যায়। সৌভাগ্যবশত, সেই সময়ে ট্রেনে ছিলেন না কোনও যাত্রী। ফলে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় মধুবনী স্টেশনে(Madhubani Railway Station) উপস্থিত যাত্রীদের মধ্যে। চোখের সামনে ট্রেনে আগুন(Fire) জ্বলতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় স্টেশন চত্বরে।
প্রাথমিকভাবে স্টেশনে(Madhubani Railway Station) থাকা কর্মীরাই বালতি করে জল ঢালতে শুরু করেন অগ্নিদগ্ধ কামরায়। পরে খবর পেয়ে হাজির হয় দমকল বাহিনী(Fire Brigade)। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ-প্রশাসন। দমকল কর্মীদের তৎপরতায় খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।
আরও পড়ুন- West Bengal News: পুলিশের পোশাকে ঢুকে ছাদ থেকে ফেলে ছাত্রনেতাকে খুনের অভিযোগ!
উল্লেখ্য, শুক্রবার হাওড়া(Howrah) স্টেশনে ঢোকার মুখে লোকাল ট্রেনের(Local Train) প্যান্টোগ্রাফে আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিষয়টি বুঝতে পেরে মাঝপথে ট্রেন(Local Train) থামিয়ে দেন চালক। প্রাথমিক অনুমান, শর্টসার্কিটের কারণেই প্যান্টোগ্রাফে আগুন(Fire) লাগে।