ছত্তীশগড়ে আগুন। একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মূলত আগুন থেকে বাঁচতে দোতলা থেকে ঝাঁপ দেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে আছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়।
রাজ্যের কোবরা জেলার ট্রান্সপোর্ট নগরে সোমবার এই আগুন লাগে। সেই সময় কমপ্লেক্সের মধ্যে অনেকেই কাজ করছিলেন। আগুন থেকে বাঁচতে অনেকেই দোতলা থেকে ঝাঁপ মারতে শুরু করেন। স্থানীয়দের দাবি, ওই সময় তিন জনের মৃত্যু হয়।
কোবরার জেলাশাসক জানিয়েছেন, খুব দ্রুততার সঙ্গে এই ঘটনায় বাকিদের উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ।