বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল দুর্গ- পুরী এক্সপ্রেস। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ আগুন লাগে ট্রেনের একটি AC কামরায়। ঘটনাটি ওড়িশার নোয়াপাড়া জেলার খরিয়ার রোড স্টেশনের কাছে।
জানা গিয়েছে, প্রথমে ১৮৪২৬ দুর্গ-পুরী এক্সপ্রসের B3 কামরায় আগুন লাগে। সঙ্গে সঙ্গে ওই কামরায় থাকা যাত্রীরা চেন টানেন। কিন্তু তারপরেও ট্রেনটি ব্রেক লাগেনি। ব্রেকের প্যাডগুলিতেও আগুন ধরে গিয়েছিল বলে মনে করছেন রেল আধিকারিকরা।
পূর্ব উপকূল রেলওয়ে জানিয়েছে, আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রেলকর্মীরা অতি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এরপর ফের রাত ১১টা নাগাদ যাত্রা শুরু করে ট্রেনটি।