দুর্গাপুজোর প্যান্ডেলে আগুন লেগে মৃত্যু পাঁচ জনের। এর মধ্যে আছে একজন ১০ বছরের শিশুও। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহিতে। রবিবার সপ্তমীর রাতে প্যান্ডেলে আগুন লেগে দুর্ঘটনাটি ঘটে।
এলাকার জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রথী জানিয়েছেন, ওই সময় পুজো মণ্ডপে ১৫০ জন উপস্থিত ছিলেন। আগুন লেগে শরীরের ৩০-৪০ শতাংশ আহত হয়েছে অনেকে। একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। জানা গিয়েছে ৩৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বারাণসির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
কীভাবে আগুন লাগে, তা জানা যায়নি এখনও। পুলিশের প্রাথমিক অনুমান,শর্ট সার্কিট থেকে হঠাৎ করেই আগুন লেগে যায় গোটা প্যান্ডেলে। আগুন লাগার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক সহ অন্যান্য পুলিশকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।