চারিদিকে উৎসবের মেজাজ, এদিকে বছরের শুরুর দিনেই ভয়াবহ দুর্ঘটনা দিল্লির গ্রেটার কৈলাসের ‘অন্তরা’ বৃদ্ধাশ্রমে। ওই বৃদ্ধাশ্রমে ভোর বেলা আগুন লেগে মৃত্যু হয় দুই বৃদ্ধার। মৃতদের একজনের বয়স ৮২ বছর অন্যজন ৯২ বছর।
Covid-19 : ভারতে আসতে গেলে লাগবে আরটি-পিসিআর, এই ৬ দেশের জন্য জারি নিয়ম
ভোর ৫:১৫ নাগাদ আগুন লাগে বৃদ্ধাশ্রমে, মুহূর্তে সেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন পৌঁছয়, ততক্ষণে ক্ষয়ক্ষতি শুরু হয়ে গিয়েছে। দমকল বাহিনী তড়িঘড়ি উদ্ধার করে ১৩ জনকে, ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল অনেকের। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।