শনিবার সকালে নাসিক রোড রেলওয়ে স্টেশনের কাছে একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগে। ১৮০৩০ শালিমার -লোকমন্যতিলক ট্রেনটি হাওড়া থেকে মুম্বই যাওয়ার সময় এই ঘটনা ঘটে। আগুন লাগে ট্রেনটির পার্সেল ভ্যানে আগুন লাগে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল বাহিনী, চলছে আগুন নেভানোর কাজ। যদিও এই ঘটনায় হতাহতে কোনও খবর নেই।
স্থানীয় সূত্রে খবর, হাওড়ার শালিমার থেকে মুম্বইয়ের লোকমন্যতিলকের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ ট্রেনের কামড়ায় আগুন লাগে। ট্রেনের জানলা থেকে দাউদাউ করে বেরিয়ে আসে আগুন। আশপাশ ঢাকা পড়ে যায় কালো ধোঁয়ায়। কী কারণে ট্রেনে আগুন লাগল, সেবিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে যে ঘটনাটি সকাল আটটা ৪৫ মিনিটে। এবং যাত্রীবাহী বগিগুলিতে এই আগুনের আঁচ পৌঁছয়নি।