বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) একটি কোচে আগুন। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির (Bhopal-Delhi Vande Bharat Express) উদ্দেশে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনের একটি কোচে হঠাৎ করেই আগুন ধরে যায়। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুড়ওয়াই কেথোরা এলাকায়। দমকলকর্মীরা সঙ্গে সঙ্গে ট্রেনের ওই কোচে পৌঁছন। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল সূত্রে খবর, ব্যাটারি বক্সে আগুন দেখতে পান কর্মীরা। রেল বিবৃতিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের নিচে থাকে এই ব্যাটারি বাক্স। কীভাবে এই আগুন, তা নিয়ে ধোঁয়াশা আছে। রেল সূত্রে খবর, তা নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়েছে।রেল সূত্রে খবর, দমকলকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান।
আরও পড়ুন: প্রবল দুর্যোগে নাজেহাল হিমাচল, থামছে না প্রাণহানি