দিল্লিতে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে চলল গুলি! মাথায় গুলি লাগল এক ছাত্রের৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওখলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে,পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা গড়ায় সংঘর্ষে। তারপরই গুলি চালানোর ঘটনা ঘটে। ওই চত্বরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের পাশাপাশি আনা হয় র্যাফও।
ওখলার হোলি ফ্যামিলি হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরেই পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে বচসা চলছিল। এরপর রাত ৯টা নাগাদ গুলি চলে। গুলিবিদ্ধ ব্যক্তিও পড়ুয়া বলেই জানা গিয়েছে। স্থানীয়রাই পুলিশকে ফোন করে ঘটনার খবর দেন।
এই ঘটনায় হাসপাতালের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় দু'টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। গুলিতে বিবাদরত দুই গোষ্ঠীর একজন আহত হয়েছেন। কোনও রোগী, পথচারী, স্বাস্থ্যকর্মী আহত হননি।