H3N2 ভাইরাস ঘটিত ইনফ্লুয়েঞ্জাতে প্রথম রোগীর মৃত্যু ভারতে। শুক্রবার এমনই বিবৃতি কেন্দ্রের। হরিয়ানা ও কর্নাটকের দুই বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কর্নাটকের ওই বাসিন্দার নাম হিরে গৌড়া। গত ২৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি। ১ মার্চ তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত দেশে ৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত কয়েকমাস ধরেই গোটা দেশে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ বাড়ছে। H3N2 সাবভ্যারিয়েন্ট সবথেকে বিপজ্জনক। এই ভাইরাসে আক্রান্ত অধিকাংশ রোগীকেই হাসপাতালে ভর্তি করতে হয়। মৃত্যুর সম্ভাবনাও থাকে।
কী এই H3N2 ভাইরাস
এটি একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। মানুষ, পাখি, স্তন্যপায়ী প্রাণিও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। এই ইনফ্লুয়েঞ্জা হলে সর্দি, কাশি, জ্বর, বমি বমি ভাব, ডায়েরিয়া, হাঁচি, নাক দিয়ে জল পড়া, সবই হতে পারে। ডাক্তারের পরামর্শ না মেনে ওষুধ খাওয়া উচিত নয়।