ইতিহাস গড়লেন চেন্নাইয়ের শ্রীমথি কেসান (Srimathy Kesan) । ভারতের প্রথম মহিলা হিসেবে জিরো গ্র্যাভিটিতে (Zero Gravity) উড়লেন তিনি । কেমন লাগে মাধ্যাকর্ষণের সব হিসেব ওলট-পালট হয়ে গেলে ? অনুভব করলেন । আর এই ইতিহাস সৃষ্টির সুযোগ দিল নাসা । হাতে ভারতের পতাকা, মুখে হাসি, সামনে এল শ্রীমথির (Srimathy Kesan) সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি ।
৯ ডিসেম্বর,অ্যাপোলো ১৭-এর চাঁদে সফলতম অবতরণের ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছিল । সেই উপলক্ষে আমেরিকান সংস্থা স্পেস ফর বেটার ওয়ার্ল্ড একটি অনুষ্ঠানের আয়োজন করে । যেখানে জিরো গ্র্যাভিটিতে ওড়ার সুযোগ দেওয়া হয়েছিল । সুযোগ পান ভারতের শ্রীমথি কেসানও । আমেরিকার কেনেডি স্পেস সেন্টারের স্পেস সাটেল রানওয়ে থেকে যাত্রা করেছিলেন কেসন । তিনি প্রায় ৩ ঘণ্টা এই উড়ানের অংশ ছিলেন । ইতিহাস সৃষ্টিকারী এই কেসনের পরিচয় কী? শ্রীমথি কেসান একজন মহাকাশ শিক্ষাবিদ এবং তিনি ভারতীয় মহাকাশ সংস্থা স্পেস কিডজ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা এবং সিইও । ১০ বছর ধরে স্পেস ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত ।
আরও পড়ুন, Covid 19 India: 'মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন', দেশকে কোভিড নিয়ে পরামর্শ প্রধানমন্ত্রীর
তাঁর কথায়, মহাকাশচারী হওয়ার অভিজ্ঞতা একেবারে আলাদা । যাত্রাটা একটু কষ্টকর ছিল । তবে, অনুভব ছিল চমৎকার । তিনি জানান, ভারতের প্রথম মহিলা হিসেবে জিরো গ্র্যাভিটিতে উড়লেন তিনি ।