প্রথম মাঙ্কি পক্স আক্রান্তের(Monkey pox case in india) হদিশ মিলল ভারতে ।
বিদেশ থেকে সদ্য দেশে ফেরা এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা গিয়েছিল।চার দিন আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরলের এই বাসিন্দা(Kerala man)। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স রোগীর সংস্পর্শে ছিলেন বলে খবর ছিল প্রশাসনের কাছে। কেরল প্রশাসনের তরফে তাঁকে হাসপাতালে ভর্তি করে, তাঁর শারীরিক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে(National Institute of Virology)। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena Geroge)জানিয়েছেন, সেখানেই তাঁর মাঙ্কি পক্স ধরা পড়েছে ।
জানা গিয়েছে, কেন্দ্র একটি বিশেষ দল তৈরি করে কেরলে পাঠাবে । দলটি কেরল সরকারকে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সহায়তা করবে সেই দল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাঙ্কি পক্স সংক্রামক রোগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’(WHO)-এর দেওয়া সংজ্ঞা অনুযায়ী মাঙ্কি পক্স হল এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদদের থেকে। এর উপসর্গ স্মলপক্সের সঙ্গে মেলে। তবে মাঙ্কিপক্সের প্রভাব স্মলপক্সের মতো ততটা মারাত্মক নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।