রামমন্দিরকে উদ্বোধনকে কেন্দ্র করে সাজো সাজো রব অযোধ্যায় । উদ্বোধনের তিন-চারদিন আগের থেকেই বিভিন্ন রকম আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে । বৃহস্পতিবারই রামের মূর্তি বসানো হয়েছে রামমন্দিরের গর্ভগৃহে । এবার সেই রামমূর্তির প্রথম ঝলক সামনে এল ।
ব্ল্যাক স্টোনে তৈরি মূর্তি । রামমূর্তির কিছুটা অংশ সাদা কাপড়ে ঢাকা । দেখে মনে হবে যেন পাঁচ বছরের শিশু দাঁড়িয়ে রয়েছে । জানা গিয়েছে, অরুণ যোগীরাজের তৈরি রামের ৫১-ইঞ্চি মূর্তিটি স্তোত্রগানের মধ্যে দিয়ে মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হয়েছিল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিল মিশ্র, চম্পত রায় এবং স্বামী গোবিন্দ গিরি সহ রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা।
জানা গিয়েছে, মূর্তিটিকে "জলধিবাস" আচারের অংশ হিসাবে ভেজা কাপড় দিয়ে প্রথমে ঢেকে দেওয়া হয়েছিল এবং তারপর "গন্ধাধিবাস" আচারের অংশ হিসাবে চন্দন এবং কেশর দিয়ে তৈরি একটি বিশেষ পেস্টে আবৃত করা হয়েছিল । একইসঙ্গে পুরানো মূর্তি নিয়েও বিভিন্নরকম আচার-অনুষ্ঠান শুরু হয়, যাকে "রজত" বা "উৎসব" মূর্তি হিসাবে উল্লেখ করা হচ্ছে। মূর্তি স্থাপনের পর গর্ভগৃহ পরিষ্কার করে পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় ।