প্রয়াত দেশে প্রথম ভোটার শ্যামশরণ নেগি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। ১৯৫১ থেকে ২০২২, তাঁর দীর্ঘ ৭১ বছরের ভোট অভিজ্ঞতা শেষ হল শনিবার।
পেশায় শিক্ষক শ্যামশরণের জন্ম ১৯১৭ সালের ১ জুলাই ব্রিটিশ ভারতের হিমাচলপ্রদেশে। স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয় ১৯৫২ সালে। কিন্তু ভোটে তুষারপাতের কথা ভেবে আগেভাগেই ১৯৫১ সালের ২৫ অক্টোবর ভোট নেওয়া হয় হিমাচলপ্রদেশে। সেখানেই ভোট দেন স্বাধীন ভারতের এই প্রথম ভোটার।
আরও পড়ুন- Mobile Phones : টয়লেট সিটের থেকে ১০ গুণ বেশি নোংরা আপনার মোবাইল,জানেন ?
এবারের হিমাচল প্রদেশের ভোটেও ভোট দিয়েছেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ-অসুস্থ শরীরে ভোটকেন্দ্রে যেতে না পারায় তাঁর বাড়িতে হাজির হন ভোটকর্মীরা। ১২ডি ফর্ম ফিল আপ করে ২ নভেম্বর তাঁর জীবনের শেষ ভোটটি দেন নেগি। ঠিক তার ৩ দিনের মাথাতেই মারা গেলেন দেশের এই প্রবীণতম ভোটার।