ফের উত্তেজনা মণিপুরে। দুই গোষ্ঠীর সংঘর্ষে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইম্ফলের একাধিক জায়গা থেকে সংঘর্ষের খবর এসেছে। তবে মণিপুরের বিষ্ণুপুর এলাকার পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক।
কোথায় মৃত্যু হয়েছে?
সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, বেশ কয়েকদিন শান্ত থাকার পর বুধবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সেখানকার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষ্ণুপুরে মেইতেই গ্রামে ঢুকে ৪ জনকে হত্যা করে দুষ্কৃতীরা। এবং পাশের একটি এলাকায় আরও একজনকে হত্যা করা হয়েছে বলে খবর। অন্যদিকে মেইতেইরা ফের পুলিশের রিজার্ভ ব্যাটেলিয়নের উপর হামলা চালায় বলেও অভিযোগ।
Read More- রাজ্যের ছয় জেলা থেকে অযোধ্যার উদ্দেশে উড়বে হেলিকপ্টার, পদক্ষেপ উত্তরপ্রদেশ সরকারের
নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য
রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং জানিয়েছেন, মায়ানমার থেকে জঙ্গিরা গ্রামে ঢুকে হামলা চালাতে পারে। এমনই আশঙ্কা করা হলেও কোনও প্রমাণ মেলেনি। অন্যদিকে মোরেতে মণিপুর কম্যান্ডো বাহিনী কান্নান ও ফাইচাম এলাকার ১১টি বাড়ি ও ৩টি স্কুলে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি জো ইউনাইটেড নামে একটি সংগঠন দাবি তুলেছে, মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপর দায়িত্ব দেওয়া দরকার।