মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের আমরোহায়। শীতের হাত থেকে বাঁচতে ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘুমোচ্ছিলেন পুরো পরিবার। কিন্তু সেই রাতেই দম আটকে মৃত্যু হল ওই পরিবারের ৫ কিশোর-কিশোরীর। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কনকনে ঠান্ডা থেকে বাঁচতে একটি ঘরে উনুন জ্বালিয়ে ঘুমিয়েছিলেন পরিবারের সকল সদস্য। কিন্তু পরেরদিন সকাল থেকে বাড়ির কাউকে না দেখতে পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। সেসময় তাঁরা দেখেন বিছানায় ও মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন সকলে। দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ২ জনের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন সোনম (১৯), ওয়ারিস (১৭), মেহেক (১৬), জাইদ (১৫), মাহি (১২)। প্রাথমিভাবে পুলিশের অনুমাণ, ঘরে উনুন জ্বালানোর ফলে প্রবল ধোঁয়া ও কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গিয়েছিল। সেকারণেই দম আটকে মৃত্যু হয় তাঁদের।