পুঞ্চে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় নিহত আরও দুই জওয়ান । আগে তিন জন মৃত্যুর খবর সামনে এসেছিল । সেক্ষেত্রে, জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৫ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে । তাঁদের মধ্যে দু'জনে দেহ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় আহত দুই জওয়ানের চিকিৎসা চলছে হাসপাতালে ।
উল্লেখ্য, বৃহস্পতিবার পুঞ্চের থানামান্দি এলাকায় সেনাবাহিনীর দুটি গাড়িতে জঙ্গিরা অতর্কিত হামলা চালায়। জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা করছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবারও ওই অভিযানের কারণেই গাড়িতে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ডিকেজি-বাফলিয়াজ রোডের ৪৮ তম রাষ্ট্রীয় রাইফেল এলাকায় দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট । জঙ্গি হামলার পাল্টা অভিযান চালিয়েছে ভারতীয় সেনাও ।
হামলার তীব্র নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ এবং মেহবুবা মুফতি । ইতিমধ্যেই ঘটনাস্থল অর্থাৎ যেখানে জঙ্গি হামলা ঘটেছে , সেখানকার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে । যেখানে দেখা যাচ্ছে, রক্তে ভাসছে রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেনা জওয়ানদের ভাঙা হেলমেটের টুকরো , দু'টি গাড়ির