এবার 'দানা'-র কারণে স্তব্ধ হতে চলেছে বিমান পরিষেবা। ঝড়ের গতিপ্রকৃতি অনুযায়ী বিমান পরিষেবা বাতিল করা ছাড়া আর অন্য কোনও উপায় নেই বলেই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আগামীকাল ২৪ তারিখ সন্ধে ৬টা থেকে পরেরদিন অর্থাৎ ২৫ তারিখ সকাল ৯টা পর্যন্ত বিমান পরিষেবা সম্পূর্ণ বাতিল থাকবে। সাইক্লোনের জন্য আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ঝড় যদি তীব্র আকার নেয় তখন রানওয়ে থেকে বিমানগুলিকে হ্যাঙ্গারে নিয়ে আসা হবে সুরক্ষার জন্য। এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। গতিবেগ ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। যার প্রভাবে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে বাংলা ও ওড়িশা উপকূলে। মৌসম ভবনের দাবি, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরে সাগর ও পুরীর মাঝখানে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। ল্যান্ডফলের সময় তার গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। মনে করা হচ্ছে, ভিতরকণিকা ও ধামরা বন্দর অঞ্চলে সবথেকে প্রবলভাবে টের পাওয়া যাবে 'দানা'র ঝাপট।