খাবার ডেলিভারি করতে গিয়ে, গ্রাহকের কথা মতো তিনতলায় পৌঁছেছিলেন। ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে সুইগির ডেলিভারি বয়কে। ভয়ে পালাতে গিয়ে সামনেই তিনতলার একটি খোলা জালনা থেকে ঝাঁপ দেন নীচে। হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো (Death) যায়নি যুবকটিকে।
ডেলিভারি বয়টির নাম মহম্মদ রিজওয়ান। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসের লুম্বিনি রকস আবাসনের বাসিন্দা কে শোভনা সুইগিতে খাবার অর্ডার দিয়েছিলেন। তাঁর অর্ডার পৌঁছতেই রিজওয়ান তিনতলার দরজায় টোকা মারলে, ভেতরে থাকা একটি জার্মান শেফার্ড চিৎকার শুরু করে। দরজা খুলতেই কুকুরটি চিৎকার করে তেড়ে আসে বছর ২৩-এর রিজওয়ানের দিকে।
প্রাণ বাঁচাতেই তিনতলা থেকে ঝাঁপ মারেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রিজওয়ানকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর হাসপাতালেই মৃত্যু হয় রিজওয়ানের। কুকুর মালিক শোভনার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।