ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো লঞ্চ করল তাদের নতুন উদ্যোগ। যার নাম- জোম্যাটো এভরিডে। একেবারে ঘরোয়া শেফদের রান্না দিয়েই তৈরি এই বিশেষ সার্ভিস। ঘরের তৈরি রান্না। যার মূল্য শুরু হচ্ছে ৮৯ টাকা থেকে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ উদ্য়োগের লক্ষ্য সেইসব গ্রাহক যাঁরা নিজের বাড়ি থেকে অনেক দূরে থাকেন। খুব দ্রুত খাবার তৈরি এবং অর্ডার অনুযায়ী সময়মতো লোকেশনে পৌঁছে দেওয়ার জন্য জোম্যাটোর ফুড পার্টনাররাও সমানভাবে উদ্যোগী হয়েছে।
উল্লেখ্য, জোম্যাটোর এই বিশেষ সার্ভিসটি আপাতত পাওয়া যাচ্ছে গুরুগ্রামের কয়েকটি জায়গায়। ওয়াকিবহালমহলের আশা, খুব শীঘ্রই গোটা দেশের মানুষই এই বিশেষ সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন।