ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো (Zomato) থেকে খাবার অর্ডার করেছিলেন ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী। সেই খাবার দিতে আসেন মাঝবয়েসী এক ব্যক্তি। অভিযোগ, খাবার দেওয়ার সময় জোর করে জড়িয়ে ধরে ১৯ বছর বয়সী ওই তরুণীকে চুমু খেতে (Food delivery boy forcibly kissed) যান ৩৯ বছর বয়সী রইস শেখ। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করার পর ওই ব্যক্তিকে (Arrested) গ্রেফতার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। ঘটনাটি ঘটেছে পুনের কোনধাওয়া এলাকায়।
আরও পড়ুন: ঘরে বসেই এবার চেখে নিতে পারেন লখনউর কাবাব বা হায়দরাবাদের বিরিয়ানি
ওই তরুণীর অভিযোগ, তিনি ফ্ল্যাটে একা রয়েছেন জানার পরই ব্যক্তি আরও এক গ্লাস জলের জন্য বলে। জল আনতে যাওয়ার জন্য তরুণী পিছন ফিরতেই ব্য়ক্তি তাঁকে জোর করে চেপে (Food delivery boy forcibly kissed) ধরে। তরুণীর অনিচ্ছা সত্ত্বেও তাঁর গালে চুমু খায়। এমনকি সে তরুণীর কাকার মতো, এমন কথাও বলে অভিযুক্ত। কোনও ক্রমে ওই ব্যক্তির কবল থেকে রেহাই পান তরুরী। এখানেই শেষ নয়। এরপর শুরু হয় হোয়াটঅ্যাপে (Whatsapp) উত্যক্ত করা।
যদিও ইতিমধ্যেই ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর (Zomato denied) পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই ব্যক্তি তাদের ডেলিভারি বয় নন।