নির্বাচনের টিকিট পাওয়ার জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়লেন প্রাক্তন বিজেপি বিধায়ক জয়রাম জাটভের পুত্র ও কন্যা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের একটি বিজেপি কার্যালয়ের বাইরে।
আলোয়ার গ্রামীণ বিধানসভা আসন নির্বাচন আসন্ন। জানা গিয়েছে, ওই আসনে লড়াই করার জন্য টিকিটের দাবিদার দুজন। তার মধ্যে একজন জয়রাম জাটভে এবং অন্যজন তাঁরই কন্যা মীনা কুমারি। মীনার অভিযোগ, তাঁর বাবা জয়রাম এবং তাঁর ভাই দুজনে মিলে তাঁকে হুমকি দিচ্ছেন। সেকারণেই বিজেপি কার্যালয়ের বাইরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।
Read More- সিকিমে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের পাঁচজন, ছেলে-বউমা-নাতির পথ চেয়ে অপেক্ষায় দম্পতি
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতি পর্যন্ত গরায়। হাতাহাতির সেই ছবি ক্যামেরাবন্দিও করেন অনেকে।