গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছে নান্দিয়াল থানার পুলিশ। এদিকে তাঁর ছেলে নারা লোকেশকেও আটক করা হয়েছে । সূত্রের খবর, ২০২১ সালে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল।
তেলেগু দেশম পার্টি সূত্রে খবর, দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ছিলেন চন্দ্রবাবু নাইডু। ওই কর্মসূচি শেষ করে একটি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম করছিলেন তিনি। শনিবার ভোরে সেখানে হানা দেয় CID এবং অন্ধ্রপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। এবং সকাল ৬টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারির পর নান্দিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর বিজয়ওয়াড়া নিয়ে যাওয়া হয় তাঁকে। শনিবারই চন্দ্রবাবুকে আদালতে তোলা হবে।
Read More- আজ থেকে শুরু G20 সম্মেলন, কড়া নিরাপত্তায় মোড়া দিল্লি, মাছি গলার জো নেই
জনসাধারণের টাকা লুট করার অভিযোগ করেছিলেন অন্ধ্রের সমাজকল্যাণ মন্ত্রী মেরুগা নাগার্জুন। কয়েকদিন আগেই চন্দ্রবাবু নিজেই দাবি করেছিলেন, খুব শীঘ্রই তিনি গ্রেফতার হতে চলেছেন।