ইজরায়েলের হানায় একপ্রকার মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৯ হাজার ছাড়িয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। এবার যুদ্ধ বন্ধ করতে বার্তা দিলেন ইরফান পাঠান। প্রক্তন ক্রিকেটারের অনুরোধ, শিশুমৃত্যু বন্ধ করতে রাষ্ট্রনেতারা একজোট হয়ে পদক্ষেপ নিক।
শুক্রবার একটি টুইট করে নিজের মন্তব্য প্রকাশ করেন ইরফান। তনি অভিযোগ করেন, প্রতিদিন গাজায় প্রচুর শিশুকে হত্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব এবিষয়ে চুপ করে রয়েছে। এবিষয়েই গোটা বিশ্বকে একজোট হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে প্রথমে হামলা চালায় হামাসরা। তারপর তার জবাব দিতে শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। গাজা উপত্যকায় ঢুকে হামাসদের বিরুদ্ধে অভিযান করতে থাকে তারা।