বয়স শুধুমাত্র একটা সংখ্যাই, প্রমাণ করলেন কেরালার প্রাক্তন সিপিআইএম বিধায়ক এম জে জেকব (ex CPIM kerala MLA MJ Jacob)। ৮০ বছর বয়সে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক মিটে দুটি ব্রোঞ্জ (bronze) জিতলেন তিনি।
ফিনল্যান্ডে M৮০ বিভাগে ৮০ মিটার ও ২০০ মিটার হার্ডলস প্রতিযগিতায় পদক জিতলেন তিনি। আর এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত কেরালাবাসী।
রাজনীতির ময়দানে দাঁত কামড়ে পড়ে থাকার অভ্যেস ছিলই। সেই জেদই জেকবকে অন্য লড়াইয়েও হারতে দিল না।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে কেরালায় অনুষ্ঠিত হয়েছিল কেরালা মাস্টার্স অ্যাথলেটিক্স। সেখানে তিনি ৮০ ও ২০০ মিটার হার্ডলে সোনা জিতেছিলেন। এর আগে তিনি এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও স্বর্ণপদক জিতেছিলেন।
জ্যাকব ২০০৬ সালে সিপিআই(এম)-র হয়ে পিরাভোম বিধানসভার জয়ী প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি থিরুমারাডি পঞ্চায়েত সভাপতি ছিলেন ১৯৮১-৮২ সালে। ১৯৯৮-৯৯ সালে সদস্য ছিলেন এরনাকুলাম পঞ্চায়েতে। তিনি ১৩ জুলাই ফিনল্যান্ড থেকে দেশে ফিরবেন জানা যাচ্ছে।