প্রয়াত পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ (Pervej Musharaaf)। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, রবিবার দুবাইয়ের 'আমেরিকান হাসপাতালে' প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
২০১৬ সাল থেকে চিকিৎসার জন্য দুবাইয়ে ছিলেন পারভেজ মুশারফ। তাঁর শরীরে অ্যামালয়েড প্রোটিনের ঘাটতি ছিল। ১৯৪৩ সালে ব্রিটিশ ভারতের দিল্লিতে (Delhi) জন্ম হয় পারভেজ মুশারফের।
আরও পড়ুন: নজরদারি বেলুনে মিসাইল হামলা আমেরিকার, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকি চিনের
১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের শাসক (President Of Pakistan) ছিলেন তিনি। ২০১৯ সালে তাঁকে দেশদ্রোহিতার মামলায় দোষী সাব্যস্ত করে পাকিস্তান। প্রাণদণ্ডও দেওয়া হয় তাঁকে। পরে যদিও তা বাতিল করা হয়।