দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন । তখন স্টেশন চত্বরে বেশ ভালই ভিড় । সেইসঙ্গে যাত্রীদের ব্যস্ততা, অপেক্ষা । কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন এসে থামল স্টেশনে । ভোপাল টু দিল্লিগামী বন্দে ভারত । কিন্তু ট্রেন থামতেই মুহূর্তে বদলে গেল ছবিটা । একেবারে সাজো সাজো রব স্টেশন চত্বরে, ফুল, মালা নিয়ে দাঁড়িয়ে রেলের আধিকারিকরা । কিছুক্ষণের মধ্যেই আসল কারণ স্পষ্ট হয়ে গেল । দেখা গেল ট্রেন থেকে নামছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রডস ও ভারতের প্রাক্তন ক্রিকেটার সৈয়দ কিরমানী । সংবাদসংস্থা এএনআই-এর তরফে প্রকাশিত ভিডিও-তে সেরকমই দেখা গেল ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভোপাল থেকে বন্দে ভারতে এক্সপ্রেসে সফর করেন দুই তারকা ক্রিকেটার । দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছন দুপুর ১টা নাগাদ । স্টেশনে পৌঁছতেই রেল আধিকারিকরা দুই তারকা ক্রিকেটারকে ফুল, মালা দিয়ে স্বাগত জানান । কপালে টিকা পরিয়ে, আরতি করেন তাঁদের । উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত তাঁরা । পাশাপাশি, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুযোগ-সুবিধা নিয়েও বেশ প্রশংসা করেন ।