আরও এক বছর বিনামূল্য রেশন (Free Ration) পাবে দেশবাসী । নতুন বছর শুরুর আগে ঘোষণা কেন্দ্রের । ২০২০ সালে শুরু হওয়া এই প্রকল্প এ বছরের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল । কিন্তু, তার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার (Modi Government) । খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyel) জানিয়েছেন,মন্ত্রিসভা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটিকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আরও এক বছরের জন্য ৮১.৩ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত খাদ্যশস্য পেতে তাদের এক টাকাও দিতে হবে না। জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA)-এর আওতায় এই বিনামূল্যে রেশন দেওয়া হবে । এর জন্য বছরে ২ লাখ কোটি টাকা খরচ করবে কেন্দ্র ।
উল্লেখ্য, ২০২০ সালে অতিমারী পরিস্থিতিতে, লকডাউনের জন্য থমকে গিয়েছিল মানুষের জীবন-জীবিকা । তাঁদের কথা ভেবেই সেইসময় থেকে ‘প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার’ অধীনে বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছিল । জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, বর্তমানে কেন্দ্রীয় সরকার কেজি প্রতি ২-৩ টাকায় প্রতি মাসে ৫ কেজি করে খাদ্যশস্য সরবরাহ করে । ফের একবছরের জন্য বিনামূল্যে খাদ্যশস্য পাবেন সাধারণ মানুষ ।