যুবককে গলা কেটে তাঁর রক্ত পান করছেন অন্য এক যুবক। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি কর্নাটকের চিক্কাবল্লারপুরে। যদিও শেষ পর্যন্ত বেঁচে গিয়েছেন আহত যুবক।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম বিজয়। তিনি মরেশ নামে এক যুবককে খুন করার চেষ্টা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজয়ের স্ত্রীর পরকীয়া সম্পর্ক।
জানা গিয়েছে, তাঁর স্ত্রীর সঙ্গে মরেশের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন বিজয়। ১৯ জুন মরেশকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানায় বিজয়। এবং স্থানীয় একটি জঙ্গলে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। সেইমতো বিজয়ের বাড়িতে আসার পর স্থানীয় জঙ্গলে বেড়াতে যায় । সঙ্গে ছিল জন নামে আরও একজন যুবক। জঙ্গলে নিয়ে গিয়ে মরেশের গলা কেটে রক্ত পান করে বিজয়। এবং সেই দৃশ্য নিজের ক্যামেরা বন্দি করেন জয়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে সুস্থ রয়েছেন মরেশ। হাসপাতালে চিকিৎসার পর তাঁকে বাড়ি পাঠানো হয়েছে।