প্রজাতন্ত্র দিবসে ভারতের সংস্কৃতি, বৈচিত্রে রঙিন হয়ে উঠল দিল্লি রাজপথ । প্রদর্শিত হল ৩০টি লোকনৃত্য । কর্তব্য পথেই কখনও দেখা গেল কেরলের কথাকলি, কখনও ওডিশি, কখনও মণিপুরের রাস লীলা । ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরল বিভিন্ন রাজ্য । রঙিন হয়ে উঠল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ।
জানা গিয়েছে, নৃত্য পরিবেশনে অংশ নিয়েছেন ২০০-র বেশি মহিলা । কেরলের কথাকলি, মোহিনীঅট্টম, মণিপুরের রাসলীলা থেকে ওডিশি, তামিলনাড়ুর ভারতনাট্যম, উত্তরপ্রদেশের কথ্থক-সহ অন্যান্য ঐতিহ্যবাহী লোকনৃত্য পরিবেশন করা হয় এদিন ।
এদিন, দিল্লির প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরঁ । এছাড়াও বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি-সহ বিশিষ্টজনেরা । প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নারী শক্তির ক্ষমতাকেও প্রদর্শিত করে বিভিন্ন রাজ্য ।